-
- জাতীয়
- নবীগঞ্জের আউশকান্দিতে স্বাস্থ্য বিধি না মানায় ৬ জনকে অর্থদন্ড
- আপডেট টাইম : April, 10, 2021, 12:00 pm
- 278 বার
নবীগঞ্জ সংবাদদাতা : করোনাভাইরাস প্রতিরোধে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার এলাকায় সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ।
শনিবার বিকালে উপজেলার আউশকান্দি বাজার এলাকার বিভিন্নস্থানে মাইক ও লিফলেট হাতে নিয়ে সচেতনামূলক প্রচারণা করেন এবং বিনামূল্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন ।
এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থবিধি না মানায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ৬ জনকে ২৪ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। অভিযানের সহয়তা করেন নবীগঞ্জ থানার পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন বলেন দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক পরিধানসহ সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply