-
- জাতীয়
- নবীগঞ্জের আউশকান্দি উদয়ন বিদ্যাপিঠে বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ
- আপডেট টাইম : December, 30, 2024, 9:31 pm
- 9 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:- ২০২৪ সালের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ সহ কৃতি শিক্ষার্থীদের মাধ্যে পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার সময় নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল ঢাকা- সিলেট মহা সড়কের কিবরিয়া রোড সংলগ্ন এফ. ডি ভবনে অবস্থিত উদয়ন বিদ্যাপিঠে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মশাহিদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসার আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আব্দুল হামিদ নিকছন সহ আরো অনেকেই।
অভিভাবক ও শিক্ষক শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন, তানিয়া সুলতানা রিংকি, সায়মন মিয়া, আবু তাহের, বাশার মিয়া, শাহানা বেগম, সালমা আক্তার, অপি, তাসলিমা আক্তার, ফারজানা আক্তার, সিরাজুল ইসলাম, আব্দুল আলী, রুজু মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
উদয়ন বিদ্যাপিঠ এ ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় ৬ষ্ট শ্রেনী থেকে নবম শ্রেণি পর্যন্ত ফলাফল প্লে এ প্লাস প্রাপ্ত ১৫ জন, নার্সারী এ প্লাস প্রাপ্ত ১৪ জন, প্রথম শ্রেণীতে এ প্লাস প্রাপ্ত ১২ জন, ২য় শ্রেণিতে এ প্লাস প্রাপ্ত ১০ জন, ৩য় শ্রেণিতে এ প্লাস প্রাপ্ত ৮ জন, ৪র্থ শ্রেণিতে এ প্লাস ৯ জন, ৫ম শ্রেনীতে এ প্লাস প্রাপ্ত ৫ জন।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, খালেদ আহমদ আকাশ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply