স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার থেকে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আজিজুল ইসলাম চৌধুরী(৪১)কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ৷ সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশ পুর গ্রামের মৃত ফিরোজ মিয়া চৌধুরীর পুত্র ও আউশকান্দি বাজার দিয়া ফ্যাশনের স্বত্ত্বাধিকারী৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ধৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে জনৈক ব্যবসায়ী কর্তৃক প্রতারণা সহ নানান অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত সি,আর মামলা নং ২৫/২০২৩ এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু জারি করা হইলে আজিজুল ইসলাম চৌধুরী আত্মগোপনে থাকেন৷ এরই প্রেক্ষিতে ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে গোপনসূত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার এস,আই জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে আউশকান্দি বাজারে
অভিযান চালিয়ে আজিজুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন৷ ধৃত আজিজুলের বিরুদ্ধে এলাকায় এছাড়াও আরো অহরহ অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান৷ এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম বলেন, সিরাজগঞ্জের বিজ্ঞ আদালতে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে ওয়ারেন্ট তামিল করিতে অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করা হয়৷
Leave a Reply