বুলবুল আহমেদ:: নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় গতকাল বাদ জুহর দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট আউশকান্দি শাখার সভাপতি হাজী মোহাম্মদ নজিম উল্লাহ’র সভাপতিত্বে কোরআন প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। শুরুতেই নাতে রাসূল ও শানে রাসুল পাঠ করেন শিক্ষার্থীরা। পরে সহ নাজীম ক্বারী সুলেমান মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট আউশকান্দি শাখার প্রতিষ্টাতা নাজীম ক্বারী মাওলানা আব্দুল হালিম, কোষাদক্ষ হাজী সুহুল আমীন, প্রধান ক্বারী মাওলানা ফখরুল ইসলাম, নাজীম ক্বারী মাওলানা আজাদুর রহমান, অভিভাবক যুবলীগ নেতা হাজী আব্দুল হামিদ নিকছন, ছাত্রলীগ নেতা এম এ ছবুর প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি (সাবেক মেম্বার) হাজী আব্দুর রুপ, ক্বারী আব্দুস শহিদ, মাওলানা ছালিক মিয়া, ক্বারী মাও ছাইম উল্লা, ক্বারী মাও আব্দুস সালাম, ক্বারী মাও রিয়াজ উদ্দিন, ক্বারী মাও জিয়াউর রহমান, মাও সামছুর রহমান, ক্বারী মাও খলিলুর রহমান, ক্বারী মাও আব্দুল মুহাইমিন, ক্বারী শাহ মেরাজ আলী, ক্বারী মাও মো: নোমান আহমদ, ক্বারী সাইফুর রহমান, সহ আরো অনেকেই।
উক্ত ট্রাস্টে জামাতে সূরা থেকে জামাতে খামিছ এবং মহিলা ছাদিছ পর্যন্ত শিক্ষার্থী ছিল প্রায় ৫শ জন। এবং শিক্ষক হিসাবে ক্বারী ছিলেন মোট ১৭জন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ইসলামীক বই তুলে দেন অতিথিরা।
Leave a Reply