নবীগঞ্জ প্রতিনিধি:,নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ১০ ফিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ শিবলু মিয়া ওরফে বল্টু(২০)কে গ্রেফতার করেছে। সে ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের নাজির মিয়ার পুত্র।
গত রবিবার গভীর রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর এসআই ওমর ফারুক ও এ এসআই বিশ^জিৎ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ী থেকে শিবলুকে ১০ ফিস ইয়াবাসহ গ্রেফতার করেন। শিবলুর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসআই ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের কোন রকম ছাড় দেয়া হবেনা। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ইনাতগঞ্জ এলাকাকে মাদকমুক্ত করতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
Leave a Reply