-
- জাতীয়
- নবীগঞ্জের ইনাতগঞ্জে দু’পক্ষের হামলা- পাল্টা হামলায় বাজার রণক্ষেত্র
- আপডেট টাইম : February, 24, 2024, 12:27 am
- 69 বার
নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তুহিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্য আহতেদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ব্যবসায়ী আমিনুর রহমান গত বৃহস্পতিবার ইনাতগঞ্জ বাজার থেকে একটি লাইটেস ভাড়া নিয়ে ঢাকা যান। রাস্তায় লাইটেসের চালকের সাথে তুচ্চ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার সময় ইনাতগঞ্জ শ্রমিক সংগঠনের সকল চালক একত্রিত হয়ে আমিনুর রহমানের ইনাতগঞ্জ বাজারস্থ অফিসে হামলা করে মারপিট করে। এ সময় আমিনুরের অফিস ভাংচুর করা হয়।
খবর পেয়ে আমিনুরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ইনাতগঞ্জ বাজারে এসে শ্রমিকদের উপর পাল্টা হামলা চালাতে গেলে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে শ্রমিকরা সংঘর্ষে টিকতে না পেরে পিছু হঠলে শ্রমিক সংগঠনের অফিস ও ৪/৫টি গাড়ি ভাংচুর করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জগন্নাথপুর থানা ও ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে অবস্থান করছে।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর জানান,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply