নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ২ পলাতক আসামীকে গেস্খফতার করেছে। গেস্খফতারকৃতরা হলো ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের আনিছ উল্লার পুত্র দানা মিয়া(৩৮)।
অপর গেস্খফতারকৃত আসামী হলো ইনাতগঞ্জের লামলীপাড় গ্রামের মৃত ক্বারী আব্দুল মালিক চৌধুরীর পুত্র মোশাহীদ মিয়া চৌধুরী( ৩০)।
গত শনিবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ইন্সপেক্টর সামছুদ্দিন খাঁন,এসআই এমরান হোসেন ও এমসআই বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিজ নিজ এলাকা থেকে তাদের গেস্খফতার করেন।
পুলিশ জানায়,গ্রেফতাকৃত ২জন পৃথক মামলায় দীর্ঘদিন যাবত পলাদক ছিল।
Leave a Reply