সারাদেশে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কোথাও কোথাও ৪২ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। প্রায় পাঁচ দশকের রেকর্ড ভেঙেছে গরম। প্রশান্তির বৃষ্টির জন্য নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে শতশত মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন মোস্তফাপুর মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নুর। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে মোনাজাত করেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও মোনাজাতে চলমান বৈশ্বিক সংকটের থেকে মুক্তির দোয়াও করা হয়।
এ বিষয়ে ইমাম মাওলানা আব্দুন নুর বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।
Leave a Reply