হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুতলিব উল্লা(৬৭) নামের এক বৃদ্ধ সিএনজি (অটোরিক্সা) ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হয়েছেন। নিহত মুতলিব উল্লা উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাযায়, ১৮ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪টার সময় ইনাতগঞ্জ বাজার থেকে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধ মুতলিব উল্লা। তিনি স্থানীয় ইছবপুর গ্রামের নিকট আসা মাত্রই অপর দিক থেকে আসা একটি বেপরোয়া সিএনজি(অটোরিক্সা) বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনা স্থলেই নিহত হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ির মালিক পক্ষের সাথে সমঝোতার প্রস্তাবে আলোচনা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আজিম উদ্দিন।
Leave a Reply