নিজস্ব প্রতিবেদকঃ: বিশ্বকাপ ফুটবল খেলা মানেই বাড়তি উত্তেজনার অন্যতম বিনোদন। প্রতি চার বছর পর পর বিশ্বকাপ ফুটবলের বড় আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এ বৃহৎ আসরে অংশ গ্রহন করতে না পারায় বিশ্বের অন্যান্য ফুটবল দলকে সমর্থন করে দেশের ক্রীড়ামোদি দর্শক। দেশের কোটি কোটি ফুটবল প্রেমী দর্শক বিশ্বকাপের আসরে বিনোদনে অংশ নেয়।
বিশ্বকাপ ফুটলের এই মহারথে আরো পূর্ণতা করতে নবীগঞ্জের ইনাতগঞ্জে শনিবার (২৩ জুন ) বিশ্বের অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিল সমর্থক ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির উপদেষ্টারা হলেন সাংবাদিক রাকিল হোসেন, সাংবাদিক আশাহিদ আলী আশা, চিনু সূত্রধর, সাংবাদিক শাহ এস এম ফরিদ, দিলদার হোসেন, কাজল মিয়া, জাহান আহমদ।
কমিটির সভাপতি প্রশান্ত রায়, সিনিয়র সহ-সভাপতি আজির হাসান আরজু(মেম্বার), সহ-সভাপতি মোস্তফা মিয়া, সাধারন সম্পাদক অনুকুল রায়, যুগ্ম সম্পাদক আদিল বারী, সহ-সাধারন সম্পাদক আমীর হোসেন, সাংগঠানিক সম্পাদক ক্ষিরমোহন সূত্রধর, যুগ্ম সাংগঠানিক সম্পাদক ইকবাল হোসেন, ক্ষোষাধক্য ঝলক রায়, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশীষ চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রেজুয়ান আহমদ ইমন, প্রচার সম্পাদক অনয় রায়।
সদস্যরা হলেন, জাকির হোসেন, সামসুল হোসেন, কাজল চৌধুরী, নয়ন সূত্রধর, মিজান স্বর্ণকার, বিজয় সূত্রধর, দুলাল মিয়া, স্বদেশ সূত্রধর, রাসেল আহমদ, জয় সূত্রধর, জামাল হোসেন, সুব্রত সূত্রধর, সজল সূত্রধর, সুমন মিয়া, প্রকাশ রায়, রাসেল মিয়া ও শুদাংসু দাশ।
Leave a Reply