-
- জাতীয়
- নবীগঞ্জের ইনাতগঞ্জে মিজান’স ইংলিশ কেয়ার এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- আপডেট টাইম : June, 22, 2024, 11:04 pm
- 45 বার
নবীগঞ্জ প্রতিনিধ:নবীগঞ্জের ইনাতগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মিজান’স ইংলিশ কেয়ার এর প্রতিষ্টাতা পরিচালক মিজানুর রহমানের তত্বাবধানে মিজান ইংলিশ কেয়ার এর শিক্ষার্থী,অভিভাবক ও শুভাকাংখীদের সার্বিক সহযোগিতা শনিবার দুপুরে প্রায় দেড় শতাধীক মানুষের মধ্যে মানবিক উপহার ত্রাণ বিতরণ করা হয়। এসব ত্রাণের মধ্য ছিল,চাল,ডাল,পেয়াজ,সোয়াবিং তেল,আলু ও ঔষধ।
বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরন উপলক্ষে প্রতিষ্টানের হল রুমে মিজান’স ইংলিশ কেয়ার এর প্রতিষ্টাতা পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে রুহুল আমিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার,চেয়ারম্যান নোমান হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান,পূবালী ব্যাংক ইনাতগঞ্জ শাখার ব্যবস্থাপক হাসানুজ্জামান, আওয়ামীলীগ নেতা তওফিক আহমেদ,ব্যবসায়ী ছালেনু রহমান,আব্দুল কাইয়ুম প্রমুখ।
এ সময় বক্তার বলেন মিজানুর রহমান একজন বড় মনের মানুষ। তার এ উদ্যোগ নি:সন্দেহে প্রশংসনীয়। এলাকার দুর্যোগ মুহুর্তে বানবাসী মানুষের পাশে দাড়াতে বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানানো হয়।
ত্রাণ কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে শুকনো খাবারের ব্যবস্থাসহ ত্রাণ বিতরন অব্যাহত থাকবে বলে জানান মিজান’স ইংলিশ কেয়ার এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মিজানুর রহমান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply