সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের জুবলী বেগম(১৮) নামে এক যুবতী বিষাক্ত সাপের দংশনে বিষাক্রান্ত হয়ে আহত হয়েছে।
প্রথমে তাকে ইনাতগঞ্জ ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জুবলী উমরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল শনিবার (৩১ মার্চ) বিকেলে জুবলী বাড়ীর উঠানে হাটাহাটি করছিল।
এ সময় কচুরীপনা থেকে একটি বিষাক্ত সাপ বের হয়ে তাকে কামড় দেয়। এ সময় তার চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এসে তার পা বেঁধে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। এমন অবস্থায়ই তাকে সিলেট মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply