নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের উমরপুর গ্রামের নিকটে ব্যাটারি চালিত দুটি টমটম গাড়ীর মুখোঁমুর্খি সংঘর্ষে মহিলা শিশুসহ ১০জন আহত হয়েছে।
গুরুতর আহত নুর হোসেন(৩৫),তার মেয়ে তাইবা বেগম(২) ও আপ্তাবান বিবি(৪৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত সাজনা বেগম(৩০),পরতাবান বিবি(৪৫)সহ সবাইকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ মার্চ) বিকেলে ইনাতগঞ্জ বাজারের পাশর্^বর্তী উমরপুর গ্রামের নিকটে যাত্রবাহী ব্যাটারী চালিত টমটম গাড়ীর মুখোঁমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। এ সময় আহত এবং তাদের স্বজনদের আর্তচিৎকারে হৃদয়বিদারক দৃশ্যর অবতারণা হয়।
Leave a Reply