নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২ দিনব্যাপী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই মেলার উদ্বোধন করেন- ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম।
এ সময় বক্তব্য দেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,লন্ডন থেকে প্রকাশিত জনমত পত্রিকার বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়া,নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশাহীদ আলী আশা,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস শহীদ,ছাত্রলীগের সাবেক আহবায়ক রুবেল আহমেদ,আব্দুল শহীদ,কবি শাহ আলমগীর, লন্ডন প্রবাসী জামাল আহমেদ,ছেরাগ আলী,সহকারী শিক্ষক শাহিনুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,বই মেলা বাঙ্গালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সমাজে ছোট বড় সবাইকে বইমূখী হতে হবে। তাি মাদকের নেশা থেকে যুব সমাজকে বাঁচাতে হলে বইয়ের নেশাকে আকড়ে ধরতে হবে।
প্রেরক
Leave a Reply