এম এস লিমন স্টাফ রিপোটার:: নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা মাদ্রাসা সংলগ্ন মাঠে কসবা রেড এন্ড গ্রীণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে টসে জয় লাভ করে কছবুরাই ক্রিকেট ক্লাব গোয়ালাবাজার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
নির্ধারিত ২০ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায়। গোয়ালাবাজারের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক রাসেল মারজান এবং রাসেল উভয়েই ২২ রান করে সংগ্রহ করেন। জামালপুরের হয়ে আবিদ ৩ উইকেট এনাম এবং জয়নুল ২ টা করে উইকেট নেন।
১১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাছুমের ৫৬ রান আর মইনুলের ৩৫ রানের ওপর ভর করে ১১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় জামালপুর ক্রিকেট ক্লাব। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মইনুল।
উক্ত টুনামেন্টের পরবর্তী ম্যাচ আগামী ১৪ ফেব্রুয়ারী রবিবারে।
Leave a Reply