নবীগঞ্জ সংবাদদাতা:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মালকাছ মিয়ার ছেলে বাবলু মিয়া(২৩)।
গত শনিবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁনের নেতৃত্বে,এস আই এমরান হোসেন,এ এসআই বিশ্বজিৎ ঘোষসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কবসা গ্রামের বাবলুর বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক সেবন এবং ব্যবহারকারী কেউ রেহাই পাবেনা। তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply