নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই চিহ্নিত মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে শেরপুর পুলিশ ফাঁড়ি। গ্রেফতারকৃতরা হলেন নবীগঞ্জ উপজেলার জিয়াপুর গ্রামের রায়েছ মিয়া এবং চৈতন্যপুর গ্রামের লিটন মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতার রায়েছ মিয়া এর আগেও মাদক মামলায় জড়িত ছিল। কিছুদিন আগে তিনি ২৭ কেজি গাঁজাসহ সেনাবাহিনীর হাতে আটক হয়ে কারাবরণ করেন। প্রায় এক মাস জেল খাটার পর জামিনে মুক্ত হয়ে ফের প্রকাশ্যে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি ইউপি সদস্য মাহবুব খসরুর নেতৃত্বে এলাকাবাসী মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলও করেন।
শেরপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।
Leave a Reply