-
- জাতীয়
- নবীগঞ্জে দোকানে দু:সাহসিক চুরি।। নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট
- আপডেট টাইম : May, 6, 2021, 6:27 pm
- 315 বার
নবীগঞ্জ সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারে একটি মুদি দোকানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চুরের দল।
জানা যায়,উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের খুরশেদ আলমের বান্দের বাজারে জয় এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্টান রয়েছে।
গত বুধবার খুরশেদ আলম দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। গতকাল বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন পেছনের দরজা ও উপরে ভেন্টিলেটর ভাঙ্গা।
খরশেদ আলম জানান,রাতের যেকোন এক সৃয় চোরের দল দরজার তালা ভেঙ্গে সামনের দোকানে যেতে উপরের ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ ৩৫ হাজার টাকাসহ বিভিন্ন সিগারেট,ডানো পাউডার দুধ অন্যান্য মালামালসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply