নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে সাতাইহাল ৬ মৌজা কর্তৃক সন্ত্রাসী বাহিনীর নারকীয় তান্ডবে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আসামীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি,ক্ষতিগ্রস্থদের পূর্নবাসন ও সরকারি সহায়তা প্রদানের দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের আরডি হলের সামনে বাম গণতান্ত্রিক জোট ও নবীগঞ্জের সচেতন নাগরিক সমাজের ব্যানারে উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এডভোকেট জুনায়েদ হাসান, রাজু আহমেদ, কামাল হোসাইন, হুমায়ুন খান, পিযুষ চক্রবর্তী, মুহিবুর নূর, জামাল হোসাইন, সাজিদ মিয়াসহ আর অনেকেই।
মানববন্ধনে বক্তরা, নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে সাতাইহাল ৬ মৌজা কর্তৃক ১৩টি পরিবারের ঘরবাড়ীতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরদাবী জানান। একই সাথে ক্ষতিগ্রস্থদের পূর্নবাসন ও সরকারি সহায়তা প্রদানের দাবীও জানানো হয়।
Leave a Reply