নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাও হাছনকালী এলাকায় আধ্যাত্বিক জগতের মহাপুরুষ শ্রী শ্রী দুর্লভ ঠাকুরের অলৌকিক মন্দিরে শেরপুর বাজার কমিটির কৃষ্ণলীলা সেবক সংঘের উদ্যোগে ৪২ তম বার্ষিক উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে ২৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত গীতা পাঠ,অধিবাস,অষ্টপ্রহরব্যাপী লীলাকীর্তন ও মহাপ্রসাদ বিতরন। অনুষ্টানে কীর্তন পরিবেশন করেন,বিয়ানীবাজারের দেবাশীষ দাশ,গোয়াইনঘাটের বিদু চন্দ,কুলাউড়ার বিদ্যুৎ মল্লিক,সুনামগঞ্জের নির্বান সুত্রধর। উৎসব কমিটির সভাপতি কালীপদ দাশের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুবল চন্দ্র পালের পরিচালনায় এতে অংশগ্রহন করেন,উপজেলানহিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উৎসব কমিটির উপদেষ্টা ইউপি চেয়ারম্যান অরবিন্দু পােদ্দার,ডাঃ সুধেন্দু পােদ্দার,অনুলাল দে,ঝলক পাল,ওমর দেব,রতিন্দ্র সুত্রধর,সুব্রত দেব,অশক দেব,দিবাংশু পাল,রমাকান্ত সুত্রধর,রনজয় সুত্রধর,মিন্টু বাবু,নবীগঞ্জ ১২ ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সহসভাপতি অঞ্জন পুরকায়াস্থ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,ওসমানীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি নিধির সুত্রধর,যুগ্ম সম্পাদক অশোক কুমার দেব,সাংবাদিক সুলতান মাহমুদ, ব্রাক ম্যানেজার শাহজাহান সিরাজ,উৎসব কমিটির সহ সভাপতি বিশ্বজিত রায়,বাবুল সুত্রধর,শশাংক চন্দ্র পাল,সাধন সুত্রধর,যুগ্ম সম্পাদক রতিশ গোপ,জোর্তিম্ময় দেবনাথ,সমীরন সুত্রধর,কোষাধ্যক্ষ দুলাল সুত্রধর,স্বপন সুত্রধর,সাংস্কৃতিক সম্পাদক সুনিল সুত্রধর, সহ সাংস্কৃতিক সম্পাদক দীলিপ সুত্রধর,দপ্তর সম্পাদক নিবাস সুত্রধর,সুহেল সুত্রধর,ঝন্টু আচার্য্য,ঝুমন সুত্রধর,বিজিত সুত্রধর,প্রচার ম্পাদক সুশিতল সুত্রধর,সহ প্রচার সম্পাদক সন্টু সুত্রধর,জগন্নাথ দাশ,মৃদুল রায়,রাজিব সুত্রধর,কানু সুত্রধরসহ অন্যান্য নের্তৃবৃন্দ। অনুষ্টানে সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়।
Leave a Reply