উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেছেন নবীগঞ্জ বাহুবল আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী । হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে মহা অষ্টমীবিহিত পুজায় শনিবার দিনভর উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া,লোকনাথ মন্দির, ৭নং করগাও ইউনিয়নের তারনগাও,মাধবপুর,১নং ইউনিয়নের জগন্নাথপুর,হলিমপুর, চৌকি,চরগাও,ফতেপুর,২নং ইউনিয়নের বড়ভাকৈর, ৭নং ইউনিয়নের তারন গাও, মাধবপুর,নবীগঞ্জ বাজাে কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া,লেকনাথ মন্দির,তিমিরপুরসহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সাথে ছিলেন,নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধরন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ,উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক আশীষ তালুকদার,পৌর সেচ্ছাসেবকলীগের সভপতি ইকবাল হোসেন বেলাল,পৌর আওয়ামীলীগের সদস্য এটি এম রুবেল। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,গনংযোগ সম্পাদক সলিল বরন দাশ,নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়,অঞ্জন পুরকায়াস্থ প্রমুখ নের্তৃবৃন্দ। এ সময় প্রভাষক অনুকুল দাশ, ১নং ইউনিয়নের সভাপতি ভুপেশ তালুকদার,সাধারন সম্পাদক দেবব্রত দাশ,সাংগঠনক সম্পাদক শিবু দাশ, প্রমুখ নের্তৃবৃন্দ অতিথিদেরকে শুভেচ্ছা জানান।
Leave a Reply