নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বিশিষ্ট মুরব্বি, শালিস বিচারক
প্রফেসর জয়নাল আবেদীন খাঁন ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মৌলদ হোসেন খানের বড় ভাই হাজী গোলজার হোসেন খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন ।
মরহুমের নামাজে জানাজা গত শুক্রবার বিকেল সোয়া ৫ টায় কুর্শি মোকাম বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজার নামাজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি ৭৪ বছর বয়সে গত বুধবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাজার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, বিশিষ্ট সমাজসেবক কামাল হাসান চৌধুরী, বিএনপি নেতা আতাউর রহমান চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, সাংবাদিক নিয়ামুল করিম অপুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply