স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জে এনটিভি ইউরোপের ব্যুরোচীফ সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু’র দাদী ফজিরুন্নেছা চৌধুরী ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি’র ৫ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য নাতী- নাতনী আত্মীয়- স্বজন সহ গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমার ৩ পুত্র, ২ কন্যা লন্ডন প্রবাসী ও ১ কন্যা পর্তুগাল প্রবাসী। তিনি ব্যক্তি জীবনে ছিলেন, অত্যন্ত ফরহেজগার, দানশীল, পরোপকারী ও একাধিকবার পবিত্র হজ্জ ও উমরাহ পালন করেন। তিনির মৃত্যুর সংবাদ পেয়ে তিনি’র নাতি- নাতনিরা প্রবাস থেকে দেশে ছুটে এসেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে তিনির স্বামী আতাউর রহমান চৌধুরী ও বড় পুত্র শামসুল হক চৌধুরী’র কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
জানাজার নামাযে সহস্র মুসল্লীগন,সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার শোকার্ত মানুষ অংশ গ্রহণ করেন৷
মরহুমার নামাজের জানাযায় ইমামতি করেন, মরহুমার ভাইপুত হাফেজ হাসান চৌধুরী,
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু,সাবেক পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ,সাধারণ সম্পাদক সেলিম মিয়া তালুকদার, সাবেক সভাপতি, এস,আর চৌধুরী সেলিম,আনোয়ার হোসেন মিটু, এটিএম,সালাম,
মোঃ সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক এম,এ বাছিত, মুরাদ আহমেদ,মোঃ আলমগীর মিয়া, সহসভাপতি এম,এ মুহিত,
নির্বাহী সদস্য,শাহ্ সুলতান আহমদ, এম মুজিবুর রহমান, আশাহীদ আলী আশা, আবু তালেব, কিবরিয়া চৌধুরী,ক্যাশিয়ার শওকত মিয়া, সদস্য মতিউর রহমান মুন্না,নাবেদ মিয়া, ছনি আহমেদ চৌধুরী,
আলাল মিয়া, নাজমুল ইসলাম সাগর, ইকবাল হোসেন তালুকদার,জুয়েল আহমেদ সহ সকল সদস্যবৃন্দ, ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বকুল মিয়া।
ফজিরুন্নেছা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ,
এনটিভি চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, এনটিভির পরিচালক মোস্তফা সরওয়ার বাবু, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী ও মোহাম্মদ নাহিজ। জাতীয় অন লাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply