নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত লিপাই মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৬৫) বাগেরহাট থেকে বাড়িতে আসার পথে ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনের মধ্যে অজানা আতংক বিরাজ করছে।
নিখোঁজ মর্জিনা বেগমের জামাতা জুয়েল আহমেদ জানান,মর্জিনা বেগম গত রোববার রাতে নিজ বাড়ি নবীগঞ্জের কসবা গ্রামে আসার জন্য তাহার পিতৃালয় বাগেরহাট-ঢাকা গাড়ীতে উঠেন। সোমবার ১টার দিকে ভৈরব থানার পুলিশ তাহার মোবাইল ফোনে কল দিয়ে জানায় তার শাশুড়ী মর্জিনা বেগম ঢাকা থেকে লোকাল গাড়ীযোগে ভৈরব এসে নামেন। ভৈরব থাকে অন্য গাড়ীতে করে তাকে সিলেট পাঠিয়ে দেয় পুলিশ । এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তারা বিভিন্ন জায়গায় খোঁখবর নিয়েও কোন সন্ধান পাওয়া পাননি। এমতাবস্থায় পরিবারের লোকজন আতংক আর উৎকন্ঠার মাধ্যে রয়েছেন।
বৃদ্ধা মর্জিনা বেগমের সন্ধান পাওয়া গেলে ০১৭৯৩১০২৪১৩ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply