নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পশ্চিম বাজারের হ্যালো বেকারীর ব্যাটারি চালিত ভ্যান গাড়িটি বুধবার বিকালে বানিয়াচং উপজেলার মার্কুলী বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত ১৬ অক্টোবর বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মাসুম মিয়া (২৫) হ্যালো বেকারীতে হকার হিসেবে কমরত অবস্থায় প্রায় ১৫ হাজার টাকার খাদ্য সামগ্রী সহ ভ্যান গাড়িটি নিয়ে যায় এবং ভ্যান গাড়ির চারটি ব্যাটারি ও মটর মার্কুলী বাজারের কালাম নামে এক ব্যবসায়ির কাছে বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ৭১টিভি চ্যানেলের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীর সহযোগিতায় ও বানিয়াচং থানাধীন মার্কুলী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত দায়িত্ব থাকা এএসআই ওসমান গনি অভিযান চালিয়ে মার্কুলী বাজারে পরিত্যক্ত অবস্থায় ভ্যান গাড়িটি উদ্ধার করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর চৌধুরীর সহযোগিতায় ব্যাটারি ও মটর কালাম ব্যবসায়ী নৌ পুলিশ ফাঁড়িতে এনে জমা রেখে যান। উদ্ধার অভিযানের সময় জেলা সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশাহিদ আলী আশা ও সাংবাদিক শাহ এস এম ফরিদ উপস্থিত ছিলেন।
Leave a Reply