তার এ পদায়নের খবরে জন্মস্থান নবীগঞ্জের সর্বমহলে আনন্দের বন্যা বইছে। পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায় বর্তমানে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার থেকে পদোন্নতি হয়ে এ দায়িত্ব পেয়েছেন।
নতুন প্রজ্ঞাপনে ঢাকা চট্রগ্রাম,রংপুরসহ ১০ জনকে পুলিশের কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে । তবে পরিপত্রে পদোন্নতি প্রাপ্ত উল্লেখিত ১০ জনকে স্বপদে বহাল থেকে তাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা গ্রামের বাসিন্দা। ওই গ্রামের প্রয়াত গোপাল চন্দ্র রায় ও রত্নগর্ভা রমা রাণী রায়ের প্রথম সন্তান কৃষ্ণ পদ রায়ের লক্ষ্য ছিলো সাংবাদিক হিসেবে জীবনে প্রতিষ্টিত হবেন। এবং লক্ষ্য পুরণের জন্য তিনি কৃতিত্বের সাথে এস.এস.সি ও এইচ.এস.সি পাশের পর ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত বাংলাদেশের প্রাচীনতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। এর পর শুরু হয় তার কর্ম জীবন। জীবনের প্রথম দেশের প্রথম সারির ইংরেজী দৈনিক ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। কিছুদিন কাজ করার পর তিনি ১৯৯৫ইং সালে অনুষ্টিতব্য ১৫ তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বিসিএস পুলিশ ক্যাডারে কৃতিত্বের সাথে উর্ত্তীণ হয়ে যোগ দেন বাংলাদেশ পুলিশ বিভাগে। সাংবাদিক থেকে কৃষ্ণ পদ রায় হয়ে যান পুলিশ কর্মকর্তা।তার প্রথম কর্ম জীবন শুরু হয় বগুড়ায়। সহকারী পুলিশ সুপার পদে সেখানে কিছু দিন কাজ করার পর বদলি হয়ে বিভাগীয় শহর চট্রগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার হিসেবে। সেখানে দীর্ঘ সময় কাটে তার কর্ম জীবন। এর পর পদোন্নতি পেয়ে শেরপুর ও চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
পরে বদলি হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার, ঢাকার ডিবি পুলিশের ডেপুটি কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ডিআইজি পদমর্যায় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ও অপারেশন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২১ইং সালের ৭ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পূর্ণ দায়িত্ব পালন করেন।
সুনামের সহিত দায়িত্ব পালনের জন্য কৃষ্ণ পদ রায় ২০১২ইং সালে প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম এবং ২০১৫ইং সালে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পদক প্রাপ্ত হন। পুলিশের দায়িত্ব পালনকালে চৌকস এ কর্মকর্তা ২০০২ইং সাল থেকে ২০০৩ইং সালে কসবো. ২০০৬ইং সাল থেকে ২০০৭ইং সালে লাইবেরিয়া এবং ২০১২ইং সাল থেকে ২০১৩ইং সাল পর্যন্ত সুদানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কমিশনে অত্যান্ত সুনামের দায়িত্ব পালন করেন। নবীগঞ্জের এ কৃতি সন্তান কৃষ্ণ পদ রায় ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার এ পদায়নের খবরে নবীগঞ্জ উপজেলাসহ জেলার সর্বমহলে আনন্দের বন্যা বইছে।
Leave a Reply