নবীগঞ্জ প্রতিনিধি::
নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রাইয়াপুর বড়খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদন্ধী প্রার্থীরা। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্টিত হবে।
সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন নবীগঞ্জ- বাহুবল আসনের সাবেক এমপি প্রয়াত আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী রফি”র ছেলে ডাঃ মারুফ আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা সইফা রহমান কাকলি, সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী সুয়াইব আহমদ, আব্দুল হালিম, মকবুল হোসেন ও জালাল মিয়া।
এ ছাড়া ও আরো বিভিন্ন পদে মোট ২৬জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা সমবায় পরিদর্শক মোঃ ইকবাল হোসেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন নবীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও নবীগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক নয়ন মনি সরকার।
নির্বাচনে মোট ভোটার ৬১০ জন।
Leave a Reply