সংবাদদাতা ;নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের রাইয়াপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্র শতাধিক লোকজনের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজসেবক নুরুল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
স্বাগত বক্তব্য রাখেন, রাইয়াপুর উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সমাজসেবা উপপরিচালক মোঃ হাবিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, দৈনিক মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত, কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মতিউর রহমান জামাল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলু, বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এম এ মুছাব্বির, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির নির্বাহি সদস্য এম এ মতিন চৌধুরী, যুবলীগ নেতা দেওয়ান জাবেদ আহমদ, ইকবাল আহমদ, আব্দুস ছামাদ, জাহেদ আহমদ, মির্জা আশরাফুল বেগ, ছাত্র সমাজ নেতা সুয়াইব আহমদ, সহকারী শিক্ষক সুফি আকবর প্রমুখ।
সভা শেষে অতিথিবৃন্দ দুস্থ ও গরীব অসহায় লোকজনের মধ্যে প্রায় শতাধিক কম্বল বিতরন করেন।
Leave a Reply