নবীগঞ্জের হতদরিদ্র শিশু সায়েমের হার্টের ছিদ্র অপারেশন সফলভাবে সম্পন্ন

আশাহীদ আলী আশা:: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের প্রতিবন্ধী মোঃ ফুল মিয়ার সন্তান ২বছরের অবুজ শিশু সায়েমের হার্টের ছিদ্রের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) সকাল ১১টায় শিশুরোগ ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ জাহিদ হোসেনের তত্ত্বাবধানে সায়েমের অপারেশন সম্পন্ন হয়। হতদরিদ্র পরিবারের শিশু সন্তান সায়েমের পিতা ২০০৩ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে কোন রকম চলাফেরা করছেন। তার সন্তানের হার্টের ছিদ্র ধরা পড়লে এ যেন মরার উপর খরার ঘা হয়ে দেখা দেয়। সায়েমের চিকিৎসার টাকা সংগ্রহ করতে নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক স্বদেশ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি আলী হাছান লিটন তার ফেসবুক আইডিতে সায়েমের চিকিৎসার টাকা সংগ্রহ করতে একটি পোস্ট করেন। পোস্টটি ভাইরাল হলে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। জয়যাত্রা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ছনি চৌধুরীর প্রচেষ্ঠায় দেশ সংযোগ অনুষ্ঠানে সায়েমকে নিয়ে সরাসরি লাইভ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। বাউসা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক যিনি নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করেন বাউসা শাহ্ বাড়ির যুক্তরাজ্য প্রবাসী শাহ্ ছালিক মিয়া উদ্যোগে তার আত্ত্বীয় স্বজন এবং তার দেয়া ব্যক্তিগত টাকা’সহ ১ লক্ষ ৬৪ হাজার টাকা দিয়ে সায়েমের চিকিৎসায় সহায়তা করেন। এছাড়াও প্রবাস ও দেশের মানব দরদী ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সায়েমের চিকিৎসায় আর্থিক সহয়তা প্রদান করেছেন। মানুষের সহায়তায় সায়েমের অপারেশন সম্পন্ন হওয়ায় মানুষ মানুষের জন্য কথাটি বাস্তবায়িত হলো। সকলের আর্থিক ও সার্বিক সহযোগিতায় সায়েমের হার্টের ছিদ্র অপারেশন সম্পন্ন হওয়ায় তার পিতা প্রতিবন্ধী ফুল মিয়া সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা