এম এস লিমন নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগনজ ইউনিয়নের কই-খাইড় গ্রামের তাহির মোহাম্মদ এর বাড়িতে মোহাম্মদীন ইসলামিক চ্যারিটির পক্ষ থেকে একশত পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
চ্যারিটির উপদেষ্ঠা সুফিজ্জামানের সভাপতিত্বে মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে চ্যারিটির চেয়ারম্যান নোমান আহমেদ জানান প্রবাসীদের অর্থায়নে চ্যারিটির সদস্যদের সার্বিক সহযোগিতায় গত বিশ রাম্বাদানে আমরা ২২০ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছিলাম। তারি ধারবাহিকয়তায় আজ কে আবার ও একশত পরিবারের মাজে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলাম।আপানারা প্রবাসীদের জন্য দোয়া করবেন তাদের শ্রমের কষ্ঠার্জিত টাকা থেকে আমরা এই ঈদের উপহার সামগ্রী বিতরণ করছি।আপানারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদীন ইসলামিক চ্যারিটির সদস্য বুলবুল আহমেদ, বনিক আহমেদ, রোমন আহমেদ লায়েক আহমেদ সৌরভ প্রমুখ। এই করোনা পরিস্থিতির মাজে মানুষ গুলো ঈদ উপহার সামগ্রী পেয়ে ভীষণ খুশি।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, পিয়াজ, আলু,মোরগ সহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পত্র।
Leave a Reply