-
- জাতীয়
- নবীগঞ্জে অগ্নিকাণ্ড।। ৫টি দোকান পুড়ে ছাই
- আপডেট টাইম : February, 13, 2021, 4:57 pm
- 293 বার
জাবেদ তালুকদার :: নবীগঞ্জ উপজেলার কাজীঞ্জ বাজারে ভয়াবহ আগুনে মোরগের ফার্মসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়,গতকাল শনিবার ভোর ৫টার দিকে বাজারের লোকজন নামাজের জন্য জাগ্রত হলে মধ্যবাজারে অবস্থিত বিসমিল্লাহ বিরানি হাউসে আগুন দেখতে পায়।
এ সময় তাদের চিৎকারে আশেপাশের মানুষ এসে আগুন নিভানোর চেস্টা করেন। পাশে পানির ব্যবস্থা না থাকায় আগুনের তাপ বৃদ্ধি পেথে থাকে।
আগুনের লেলিহান শিখায় পাশের সবজি দোকান, চা-স্টল, কর্মকারের দোকান, পোল্ট্রি ফার্মের সব মোরগসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রাণপন চেস্টায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নকান্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিক মিয়া।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply