-
- জাতীয়
- নবীগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।। আহত ১
- আপডেট টাইম : October, 27, 2024, 7:21 pm
- 21 বার
নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :ঢাকা- সিলেট মহাসড়কে নবীগঞ্জে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় জাকির হোসেন (২৫) নামের এক মটর সাইকেল আরোহী মৃত্যু হয়েছে।
সে চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের পুত্র। এ সময় আহত হয়েছে একই উপজেলার একডালা গ্রামের মৃত আলী হোসেনের পুত্র আজগর আলী (৩৫)।
গতকাল রবিবার সকাল ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের দিনারপুর কলেজে সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত জাকির নবীগঞ্জ এলাকা থেকে নাম্বারবিহীন একটি মটর সাইকেলযোগে চুনারুঘাট যাওয়ার পথে উল্লেখিত স্থানে সিলেট থেকে আসা অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান জাকির। তার সঙ্গে থাকা অপর আরোহী আজগর আলী গুরুতর আহত হয়েছে।
এ সময় মোটরসাইকেল চালক নিহত জাকির হোসেনের শরীরের কনস্টিপ দিয়ে প্যাঁচানো গাঁজা ও মোটর সাইকেলের সীটের ভিতরে ১০ কেজি ৩০০গ্রাম গাঁজা পাওয়া যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
এদিকে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলে গাঁজা থাকায় আহত আজগর আলীকে শেরপুর হাইওয়ে থানার পুলিশ আটক করেছে।
শেরপুর হাইওয়ে থানার এস আই হাদিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply