নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা॥ নবীগঞ্জে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সন্ধায় নবীগঞ্জ গোপলার বাজার ফাঁড়ি থানার এসআই মাজহারুল ইসলাম লাশটি উদ্ধার করেন। পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল যাত্রী ছাউনীর পাশে গেদু মিয়ার দোকানের সামন থেকে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করা হয়। তবে এই লাশের এখন ও কোনো পরিচয় পাওয়া যায়নি। এদিকে লাশের সুরতহাল রির্পোট তৈরী করে লাশটিকে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁড়ি থানার এসআই মাজহারুল ইসলাম। এ ব্যাপারে এসআই মাজহারুল ইসলাম বলেন, লাশটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করছি লোকটি পাগল ছিল এবং এই ঘটনার স্থানেই লোকটি রাতযাপন করে আসছিল।
Leave a Reply