আলী জাবেদ মান্না, নবীগঞ্জ প্রতিনিধি।। প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য নবীগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশে আজ সকাল থেকে সকল দোকান ও মার্কেট বন্ধ রয়েছে। তবে ওষুধের দোকান, মুদির দোকান ও নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজারের দোকান খোলা থাকবে । এই বন্ধ ঘোষণা করা হয়েছে জনগণকে ব্যাপকহারে পারস্পরিক মেলামেশা বা সংস্পর্শে এসে রোগ বিস্তার করা থেকে বিরত রাখার জন্য। সে-কারণে সর্বসাধারণকে এই সময়ে জরুরি প্রয়োজন ব্যতীত বাইরে যাওয়া বা ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। মঙ্গলবার (২৪ মার্চ ) রাতে এই নির্দেশনা দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। নির্দেশনায় বলা হয়, নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার সকল হাটবাজারে দোকানপাট ও মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সকল দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে । তবে ঔষধের দোকান, মুদি দোকান, ও নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজারের দোকান খোলা থাকবে। কেউ আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply