নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামে অনুমতি ছাড়া বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কাদমা গ্রামের মোবাইল টাওয়ারের পাশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ব্যক্তি মালিকানাধীন জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ব্যতীত বালু উত্তোলন এবং জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালানো হয়। পরিদর্শনকালে কাদমা গ্রামের রাশিদ মিয়ার পুত্র কনা মিয়ার মালিকানাধীন জমি থেকে বালু উত্তোলন করতে দেখা যায় তাহিরপুর উপজেলার আব্দুল শহীদের পুত্র সাজ্জাদুর রহমানকে (২০)।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় সাজ্জাদুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অনুমতি ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply