-
- জাতীয়
- নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনকে জেল-জরিমানা
- আপডেট টাইম : February, 10, 2022, 5:58 pm
- 178 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনকে জেল-জরিমানা দেয়া হয়েছে। গকাল বৃহস্পতিবার ভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর এলাকায় প্রস্তাবিত আশ্রয়ন-২ প্রকল্পের সরকারি খাস জমি থেকে ২ ব্যাক্তি অবৈধভাবে মাটি কর্তন করছিল এসময় উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের সোহেল মিয়া (৪০) ও জাহিদপুর গ্রামের সাইফুর রহমান (৪৮) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও বাউসা ইউনিয়নের রিফাতপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে মনসুর হোসেন (৫৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে এস আই বিজয় দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন- অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে কারাদন্ড ও ১ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
এ জাতীয় আরো খবর..
Leave a Reply