নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনয়নের ষাটকাহন গ্রামে অবৈধ দখলদারদের কবল থেকে সরকারী রাস্তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালিত হয়।
সুত্রে জানাযায়, উপজেলার ওই গ্রামের কামাল মিয়া দীর্ঘদিন ধরে সরকারী রাস্তা জোর পুর্বক দখল করে বাশসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে রাখে। এতে আশপাশের লোকজনের চলাচলে পড়েন বিপাকে। এ ব্যাপারে একই গ্রামের আব্দুস সুবহান নামে এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে এ উচ্ছেদ অভিযান করা হয়। এ সময় সাথে ছিলেন সার্ভেয়ার অলি উল্লাহ, নবীগঞ্জ থানার এস আই মোঃ আবু সাঈদ, এস আই মোঃ রতন মিয়া, গোপলার বাজার ভুমি অফিসের তফশিলদার বদরুল আলম। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ইউপি সদস্য মোঃ আল আমীন খান, সাবেক মেম্বার দিলবাহার আহমদ, আফিজ উদ্দিন, গোলেমান খান, মুজেফর আলী প্রমুখ।
Leave a Reply