নবীগঞ্জে অবৈধ বালু-মাটি ভর্তি ট্রাক আটক, দেড় লাখ টাকা জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তিনটি ট্রাক আটক করেছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) রাত ১২টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মতিউর রহমানকে ৫০ হাজার টাকা এবং হীরা সরকারকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযানে নামে উপজেলা প্রশাসন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা