নবীগঞ্জে অবৈধ সীসা কারখানায় মোবাইল কোর্ট।। ৪ লাখ টাকা জরিমানা

নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::নবীগঞ্জ উপজেলায় কোনো ধরনের সরকারি অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ঝুঁকিপূর্ণ সীসা উৎপাদন ও বিক্রয়ের দায়ে একটি অবৈধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় কারখানার ম্যানেজারকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রত্যায় হাশেম।
সোমবার বিকেল ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার সদরঘাট মৌজার বিজনা ব্রিজের অদূরে, হাইওয়ে রোডের পাশে গাছগাছালি দিয়ে ঘেরা একটি স্থানে পরিচালনা করা হয়। সেখানে পরিবেশের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ সীসা উৎপাদন এবং বিক্রয় কার্যক্রম চলমান ছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কারখানাটি পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক, ৬গ ও ১২ ধারায় আলিফ এন্টারপ্রাইজ-এর ম্যানেজার গাইবান্ধা জেলার নাগহাটা গ্রামের আইয়ুব হোসেনের পুত্র  ওহিদুজ্জামান লিমনকে দোষী সাব্যস্ত করে চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে কারখানার ম্যানেজার ও তার এক সহকারীকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রত্যায় হাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা