-
- জাতীয়
- নবীগঞ্জে অশ্নীল দৃশ্য বিক্রি করায় কম্পিউটার ব্যবসায়ীকে কারাদন্ড
- আপডেট টাইম : June, 18, 2021, 8:43 am
- 264 বার
জাবেদ তালুকদার::নবীগঞ্জে অশ্নীল ছবি-ভিডিও বিক্রি করায় সাগর দাশ (২২) নামে এক কম্পিউটার ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে তার কম্পিউটারের সিপিইউ সরকারের নামে বাজেয়াপ্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। দন্ডপ্রাপ্ত সাগর দাশ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরাণগাঁও গ্রামের রনি দাশের ছেলে।
জানা যায়, দীর্ঘদীন ধরে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে কম্পিউটার সার্ভিসিংয়ের নামে অশ্লীল ছবি ও ভিডিও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আমির হামজা সহকারে একদল পুলিশের সহযোগীতায় ইমামবাড়ি বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
এসময় অশ্নীল ছবি-ভিডিও বিক্রি করায় সাগর দাশকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ২৯২ ধারার অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং তার কম্পিউটারের সিপিইউ সরকারের নামে বাজেয়াপ্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও শেখ মহি উদ্দিন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply