নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:: নবীগঞ্জ বাহুবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলে আইনশৃঙ্খলা বাহীনিকে জিরো টলারেন্সে কাজ করতে হবে। আমি এমপি সেটা বড় কথা নয়, আমি কাজের লোক জনগনের সেবক হিসাবে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। তিনি গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যাগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এডঃ গতিগোবিন্দ দাশ, নাজমা বেগম, ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা স্বাস্থ্যও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল,বাস মালিক সমিতির সভাপতি মোঃ ইয়াওর মিয়া, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, ফারছু মিয়া, নজরুল ইসলাম, আশিক মিয়া, ছালিক মিয়া, মোঃ বজলুর রশিদ,
আবু সাঈদ এওলা মিয়া, মোঃ হারুন মিয়া, সাজু আহমদ চৌধুরী, মোঃ ছাইম উদ্দিন, আব্দুল মুহিত চৌধুরী, সত্যজিত দাশ, উপজেলা এলজিডি কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক্বাজী সাইফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর নুর, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দি খান সুজন, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, পজীব কর্মকর্তা শাকিল আহমদ প্রমূখ। সভায় আগামী মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার পুর্বেই শহরের অবৈধ দোকানপাট উচ্ছেদ, অবৈধ সিএনজি ষ্ট্যান্ড অপসারনসহ শহরের সৌন্দর্য্য বর্ধনে কঠোর পদক্ষেপ নোয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এ সময় নবীগঞ্জ প্রেসক্লাবের জন্য পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ১লক্ষ টাকা ও ভবন নির্মানে পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়। এ ছাড়া ও নবীগঞ্জ বাহুবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজীও প্রেসক্লাবের ভবন নির্মানে তিনি সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন।
Leave a Reply