-
- জাতীয়
- নবীগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
- আপডেট টাইম : August, 17, 2022, 11:17 pm
- 183 বার
নবীগঞ্জ প্রতিনিধি:বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিকেল ৪টায় নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃব্ন্দ।
বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের জেকে মডেল উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, যুগ্নসাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ প্রমূখ।
এছাড়াও উপজেলা ও প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি আগামী ২০২৩ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply