নবীগঞ্জ সংবাদদাতা:: নবীগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১০ জনের করোনা সনাক্ত হয়েছে। সবমিলিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আসা রির্পোটে তাদের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সামাদ।
নতুন আক্রান্ত ১০জন হলেন ১ চিকিৎসক, ২ ব্যাংক কর্মকর্তা, এসিল্যান্ড অফিসের এক সহকারী, হাসপাতালের এক ওয়ার্ড বয়, এক স্বাস্থকর্মীর স্বামীসহ আরো ৩জন অন্যান্য শ্রেণী-পেশার।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন,উপজেলায় এই প্রথম এক সাথে ১০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বমোট আক্রান্ত ৪৯ জন । এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন। ডা: সামাদ বলেন নবীগঞ্জে কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনা থেকে রক্ষা পেতে হলে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা। কোন কারনে বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
Leave a Reply