-
- জাতীয়
- নবীগঞ্জে আর্ন্তজাতিক প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালন
- আপডেট টাইম : December, 9, 2024, 10:45 pm
- 23 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জে আর্ন্তজাতিক প্রতিরোধ পক্ষ ৯ ডিসেম্বর ২০২৪ এবং বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষ্যে “জয়িতা অন্বেষন বাংলাদেশ শীর্ষক কার্যক্রম এর আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের লোকজনদের নিয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌস এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তথ্য কর্মকর্তা তথ্য আপা নাহিদা আক্তার, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, নবীগঞ্জ পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার,সহকারী প্রোগ্রামার কাজী মইনুল হোসেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি কাঞ্চন বনিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, সমাজ সেবা অফিসার হাফিজুর রহমান,জন স্বাস্থ্য প্রকৌশলী অফিসার মোঃ জাকারিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার রোমান মিয়া, প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক ফাতেমা মোতালেব,সুমি বেগম,,হিরামিয়া গার্লস স্কুলের শিক্ষার্থী প্রমূখ। অনুষ্টানে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সফল জয়িতাগণ হলেন সুমি বেগম, খালেদা বেগম, ফুলন দাশ, কানিজ ফাতেমা, নেহার বেগম,দেবি রানী দাশ। পরে সকল জয়িতাদের সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply