সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম(ঘোড়া) প্রাপ্ত ভোট ৪৭২৩০,তার নিকটতম প্রতিধ্বনি আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আলমগীর চৌধুরী (নৌকা) প্রাপ্ত ভোট ২৬১১৩,স্বতন্ত্র প্রার্থী গাজী খালেদা সারোয়ার(দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৬২৬৮, আব্দুল হাই (কাপ পিরিচ) প্রাপ্ত ভোট ২৬২৪,ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আবু সালেহ(মিনার) প্রাপ্ত ভোট ৫৩৪,জাতীয় পার্টি মনোনীত হায়দর মিয়া(লাঙল) প্রাপ্ত ভোট ২৫৭। ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন এডভোকেট গতি গোবিন্দ দাশ (তালা) প্রাপ্ত ভোট ২৮০৮০,কাজী ওবায়দুল কাদের হেলাল(টিউবওয়েল) প্রাপ্ত ভোট ২০২৮৮,আবু ইউসুফ (চশমা) প্রাপ্ত ভোট ১৪০৭৪,শাহ আবুল খয়ের(উড়োজাহাজ) ১৩৬৪৩,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুরাদ আহমদ (লাঙল) প্রাপ্ত ভোট ৩০৮৮,ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মোস্তাফ ফুরকানী(মিনার) প্রাপ্ত ভোট ৩০৪৬,মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (হাঁস) প্রাপ্ত ভোট ৪৯২০৭ পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সইফা রহমান কাকুলি(ফুটবল) প্রাপ্ত ভোট ২৭৪৫১,সাজেদা মজিদ(কলস) প্রাপ্ত ভোট ৫৬৩৮।
নবীগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও শন্তিপর্নভাবে ভোট গ্রহণ শুরু হয় আজ সকাল ৮ টায়। চলে বিকেল ৪ পর্যন্ত। সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারে কম। বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে ভোটাররা কেন্দ্রে আসেন।
১৩টি ইউনিয়ন এবং পৌরসভা নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২ শত ৪৯ জন। ওই উপজেলায় ১১৫ টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৮ শত ৬৭ এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ২০ হাজার ৩ শত ৮২ জন। ১১৬ টি ভোট কেন্দ্রে মোট ৪ শত ৮০ টি বুথ রয়েছে। এদিকে সুষ্টু ও শান্তির্পর্ণ করতে সকল প্র¯তুতি গ্রহণ করে উপজেলা প্রশাসন।
Leave a Reply