-
- জাতীয়
- নবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট টাইম : August, 19, 2021, 6:15 pm
- 244 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদের উপর দায়েরকৃ মামলার প্রতিবাদে ইনাতগঞ্জ ইউনিয়নবাসী ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ইনাতগঞ্জ পূর্ব বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমুন উদ্দিন, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, বিশিষ্ট্য শালিস বিচারক গোলাম রব্বানী, ইনাতগঞ্জ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফুলজার উদ্দিন, সাধারণ সম্পাদক বাবলু মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহীদ আলী আশা, সাধারণ সম্পাদক জামাল আহমেদ সুমন ইনাতগঞ্জ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল ইসলাম,নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আলী জাবেদ মান্না প্রমূখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply