-
- জাতীয়
- নবীগঞ্জে ঈদ উপলক্ষে পুলিশের মহড়া
- আপডেট টাইম : April, 6, 2024, 12:49 am
- 61 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
ঈদকে সামনে নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ নজরদারি ও অভিযানের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় থানার সামনে থেকে নবীগঞ্জ শহরসহ বিভিন্ন হাট-বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে পুলিশ ভ্যানসহ মোটরসাইকেলে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
থানা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে থানা এলাকায় সর্বত্র বাড়তি নিরাপত্তা জোরদার ও পুলিশের টহল বাড়ানোসহ চোরাচালান ও মাদক নির্মূলের লক্ষ্যে থানা পুলিশের এই মোটরসাইকেল শোডাউন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ঈদ উপলক্ষে থানা এলাকায় মানুষের জান মালের নিরাপত্তা প্রদানসহ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নবীগঞ্জ থানা পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply