নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভাকক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্ঠা নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গবিন্দ দাশ এবং পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা মিনিবাস মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, পানিউম্দা ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, গজনাইপুর ইউপির চেয়ারনম্যান এমদাদুর রহমান মুকুল, ১নং বড় ভাকৈর (পশ্চিম) সত্যজিত দাশ, দেবপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, দীঘলবাক ইউপির চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, উপজেলা মিনিবাস মালিম শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এয়াওর মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুর নুর, পল্লী বিদ্যুতের এজি.এম মোঃ সোহেল ফারভেজ, নবীগঞ্জ দমকল বাহিনীর টিম লিডার মোঃ ফজল মিয়া, সহকারী আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল আওয়াল, ৬নং কুর্শি ইউপির প্যানেল চেয়ারম্যান ফারছু মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে জুয়া ও মাদক নিমূলে জিরো ট্রলারেন্স এবং শহরে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply