-
- জাতীয়
- নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ সভাপতিসহ তিন হেভিওয়েট নেতা বিদ্রোহী প্রার্থী
- আপডেট টাইম : November, 3, 2021, 12:46 am
- 255 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতিসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ নেতা দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ নিয়ে উপজেলা জোড়ে চলছে আলোচনা।
যার স্বাক্ষরে উপজেলার ১৩ ইউনিয়নে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা প্রণীত হয়েছে তিনজনের মধ্য একজন হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু। দুজনেই বিগত ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হন। অপরজন হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানা।
মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের হেভিওয়েট তিন প্রার্থী গতকাল মঙ্গলবার ও এর আগের দিন উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল করেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, উপজেলার ১৩ ইউনিয়নে দলীয় বর্ধিত সভায় রেজ্যুলেশনভিত্তিক তালিকা প্রণীত হয়। মনোনয়ন বঞ্চিত ৩ জনের নামই কেন্দ্রে প্রেরিত তালিকায় প্রথম ছিল। ১১ নং গজনাইপুর ইউনিয়নে মনোনয়ন পান আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ চৌধুরী। দলীয় মনোনয়নবঞ্চিত হন বিগত নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল।
সদরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু মনোনয়ন পাননি। এখানে মনোনয়ন পেয়েছেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
৭ নং করগাঁও ইউনিয়নে মনোনয়নবঞ্চিত হয়েছেন আলোচনার শীর্ষে থাকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানা। ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করে তিলে তিলে গড়ে তুলেন রাজনৈতিক ক্যারিয়ার। তার প্রয়াত মামা বীর মুক্তিযোদ্ধা সুকুমার দাস দীর্ঘদিন ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ওখানে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান।
এছাড়াও ইনাতগঞ্জ,বড় ভাকৈর পূর্বসহ অন্যান্য ইউনিয়নেও একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply