-
- জাতীয়
- নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যােগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অবহিতকরন ও বাস্তবায়ন সভা
- আপডেট টাইম : March, 15, 2021, 2:15 pm
- 331 বার
নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্টিত হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজিব কর্মকর্তা মোঃ শাকিল আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজিজুল হক,কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম,ইউনিয়ন চেয়ারম্যান কমিটির সভাপতি ইজাজুর রহমান, বীর মুক্তিযুদ্ধা মোঃ নূর উদ্দিন বীর প্রতিক, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোঃ আবু সিদ্দিক, আলী আহমদ মুসা, মুহিবুর রহমান হারুন, মোঃ ছাইমুদ্দিন, মোঃ আশিক মিয়া, বজলুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, ইউপি সচিবদের পক্ষে বক্তব্য রাখেন পৃথ্বীশ রঞ্জন চৌধুরী প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি সবাইকে যথাযথভাবে পালন করতে অবহিত করতে হবে। যেকেউ যদি এই আইনের ব্যাত্যয় করেন তাইলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply